দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই বর্তমান সাল পর্যন্ত সকল ডাক টিকিট আলপোড করা । ভাবলাম আমাদের ব্লগারদের সেই ডাক টিকিটের ছবি গুলো দেখানো যাক ।
আসুন তাহলে যাত্রা শুরু করি !
এখানে একটা তথ্য যুক্ত করে দিই । ডাক টিকিট দুই প্রকার হয়ে থাকে । ডেফিনিটিভ আর কমেমোরেটিভ । ডেফিনিটিভ ডাক টিকিট গুলো নিয়মিত ছাপা হয়ে থাকে এবং এগুলো ব্যবহার করা হয়ে থাকে ডাক বিভাগের কাজের জন্য । অন্য দিকে কমেমোরেটিভ বা স্মারক ডাক টিকিট গুলো ছাপা হয়ে থাকে কোন বিশেষ উপলক্ষ্য যা সাধারণত একবারই বের হয় ।
১৯৭১ সালে প্রকাশিত ডাক টিকিট সমূহ…..
এখানে একটা ব্যাপার খেয়াল করবেন যে টিকিটের মূল্য মান দেওয়া আরএস রয়েছে । রুপিস, টাকা নয় । তখনও আমাদের দেশের কারেন্সী টাকা হয় নি ।
১৯৭২ সালের একুশে ফেব্রুয়ারিতে প্রকাশিত ডাক টিকিট
১৯৭২ সালের ২৬শে মার্চ উপলক্ষ্যে বের হয় একই ধরনের তিনটি ডাক টিকিট । সেগুলো দেখতে একই রকম কেবল দামে পার্থক্য । ২০ পয়সা, ৬০ পয়সা এবং ৭৫ পয়সা !
১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে প্রকাশিত ডাক টিকিট ! এখানে ডিজাইন এক কেবল দামে ভিন্ন তিনটি টিকিট !
১৯৭৩ সালে মুক্তিযুদ্ধের শহীদদের স্বরনে প্রকাশিত তিনটি ডাক টিকিট । ডিজাইন একই কেবল দামে ভিন্ন
১৯৭৩ সালে প্রকাশিত আরও কিছু ডাক টিকিট
সেই ৭৩ সালে ১০টাকা মূল্যের ডাক টিকিট! ভাবতে পারেন !
১৯৭৩ সালে ২৫তম হিউম্যান রাইটস ঘোষণা উপলক্ষ্যে ছাড়া ডাক টিকিট ! দুইটি টিকিট । দেখতে প্রায় একই রকম । কেবল দামে পার্থক্য
১৯৭৪ সালে প্রথম আদমশুমারি উপলক্ষে ছাড়া তিন টি ডাক টিকিট । একই ডিজাইন কেবল মূল্যমানে ভিন্নতা
নিকোলাউস কোপার্নিকাসের ৫০০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ছাড়া ১৯৭৪ সালে দুটি ডাক টিকিট !
১৯৭৪ সালে বাংলাদেশ জাতিসংঙ্ঘে প্রবেশ করে । সেই উপলক্ষ্যে দুটি টিকিট ছাড়া হয় । দেখতে একই রকম । কেবল মূল্যমানে পার্থক্য।
১৯৭৪ সালে বিশ্ব পোস্টাল ইউনিয়নের ১০০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাড়া হয় চারটি ডাক টিকিট !
১৯৭৪ সালের ওয়ার্ল্ড লাইফ কনভেনশন
১৯৭৪ সালে বিশ্ব জনসংখ্যা বছর । সবার জন্য পরিবার পরিকল্পনা শিরোনামে ছাড়া হয় তিন টি ডাক টিকিট ।
১৯৭৫ সালে বেথবুনিয়া স্যাটেলাইট স্টেশন স্থাপন উপলক্ষ্যে ছাড়া হয় দুটি ডাক টিকিট !
১৯৭৫ সালে আন্তর্জাতিক নারী বছর উপলক্ষে
১৯৭৬ সালে টেলিফোন আবিস্কারের ১০০ বছর উপলক্ষ্যে
১৯৭৬ সালে দৃষ্টিশক্তি অন্ধত্ব প্রতিরোধ সচেতনা সৃষ্টির জন্য ছাড়া হয় একই ডিজাইন ভিন্ন মূল্যমানের দুটি ডাক টিকিট
২০০তম আমেরিকান রেভ্যুলেশন দিবস উপলক্ষ্য ১৯৭৬ সালে ছাড়া হয় চারটি ডাক টিকিট
১৯৭৬ সালে ২৫তম কলম্ব প্লান
১৯৭৬ সালে কানাডা ওলিম্পিক গেমস উপলক্ষে ছাড়া হয় বেশ কয়েকটা ডাক টিকিট
১৯৭৭ সালে কুইন দ্বিতীয় এলিজাবেথের সিংহাসন গ্রহনের ২৫ বছর পূর্তি
কাজী নজরুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাড়া হয় দুটি ডাক টিকিট !
১৫তম এশিয়ান ওশেনিক পোস্টাল ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে
১৯৭৭ সালে ছাড়া আরও কিছু ডাক টিকিট